পাকিস্তানের জাতীয় এসেম্বলির বিরোধী দলনেতা ও তেহরিক ই ইনসাফের নেতা ওমর আইয়ুবের অভিযোগ, নাকভির কারণেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাকানিচুবানি খেয়েছে পাকিস্তান ক্রিকেট দল।
টুর্নামেন্টের আগে মাঠের ক্রিকেটে গুরুত্ব না দিয়ে স্টেডিয়াম সাজাতে ব্যস্ত ছিলেন পিসিবি প্রধান।
আর দায়িত্বহীন এই আচরণের ফলই ভোগ করেছে বাবর-রিজওয়ানরা।
যে কারণে মহসীন নাকভীর পদত্যাগ দাবি করেন আইয়ুব। তিনি আরো জানান, একজন রাজনৈতিক নেতা ও মন্ত্রী হওয়ায় ক্রিকেট নিয়ে আলাদা পরিকল্পনার সুযোগ পান না নাকভী।
পাকিস্তানের ক্রিকেটে পরিবর্তন আনতে সবার আগে ঢেলে সাজাতে হবে পুরো ক্রিকেট সিস্টেম।