আজ (শনিবার, ২২ ফেব্রুয়ারি) দিনের একমাত্র খেলায় মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে ঝড় তোলে ইংল্যান্ডের ব্যাটাররা। বেন ডাকেটের ১৬৮ রানের ইনিংসে ভর করে রেকর্ড ৩৫১ রানের সংগ্রহ পায় জশ বাটলারের দল। যা এবারের আসরে তো বটেই চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসেই সর্বোচ্চ রানের রেকর্ড।
২০০৪ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৩৪৭ রান করে দলীয় রানের রেকর্ড গড়েছিল নিউজিল্যান্ড। একই ম্যাচে ১৪৫ রান করে টুর্নামেন্টের ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিল কিউই ব্যাটার নাথান এস্টোল।
২০ বছর পরে এসে ভেঙ্গেছে সেই রেকর্ড। একই ম্যাচে দলীয় ও ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইতিহাস পুনরায় লিখেছে ইংল্যান্ড ক্রিকেট। ১৪৩ বলে ১৬৫ রান করে বেন ডাকেট গড়েছেন ব্যক্তিগত রানের রেকর্ড। আর নির্ধারিত ৫০ ওভারে ইংলিশদের সংগ্রহ ৩৫১ রান।
ম্যাচের প্রথম ইনিংসের পর রদবদল হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির দলীয় সর্বোচ্চ রানের টেবিলে। এতদিন শীর্ষে থাকা নিউজিল্যান্ডের অবস্থান এখন দুই নম্বরে। তিন, চার এবং পাঁচে আছে যথাক্রমে পাকিস্তান, ইন্ডিয়া ও ইংল্যান্ড।
পরিবর্তন এসেছে ব্যক্তিগত সর্বোচ্চ রানের তালিকাতেও। বেন ডাকেট শীর্ষে ওঠায় নাথান এস্টোলের অবস্থান এখন দ্বিতীয়তে। পরের তিন নাম এন্ডি ফ্লাওয়ার, সৌরভ গাঙ্গুলি, শচীন রমেশ টেন্ডুলকার।