টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই আফগান বোলারদের ওপর চড়াও হয়ে ব্যাট চালানোর চেষ্টা করে প্রোটিয়ারা। তবে দলীয় ২৮ রানে আউট হন ওপেনার টনি ডি জর্জি।
দ্বিতীয় উইকেটে ১২৯ রানের জুটি গড়েন রায়ান রিকেলটন ও টেম্বা বাভুমা। রিকেলটন তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।
এছাড়া বাভুমা, ফন ডার ডাসেন ও মার্করামের ঝোড়ো ফিফটিতে, ৩১৫ রানের বড় সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। বড় লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১৬ রানেই গুরবাজের বিদায়ের পর জাদরানও ফেরেন দ্রুতই।
ব্যাট হাতে সুবিধা করতে পারেননি সেদিকুল্লাহ আতাল, হাশমতুল্লাহ শহীদী, মোহাম্মদ নবীরা। শেষ ব্যাটার হিসেবে আউট হবার আগে ৯০ রান করে একাই লড়াই চালান রহমত শাহ।
তবে বাকিদের ব্যর্থতায় ২০৮ রানেই থামে আফগানদের ইনিংস।