সেরা আটে না থাকায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে দর্শক শ্রীলঙ্কা। তবে দল খেলতে না পারলেও ওয়ানডেতে এখন বিশ্বের এক নম্বর লংকান বোলার মাহিশ থিকসানা।
আন্তর্জাতিক র্যাংকিংয়ের নতুন হালনাগাদে সুখবর পেয়েছেন ভারতীয় ওপেনার শুবমান গিলও। বাবর আজমকে পেছনে ফেলে ওডিয়াইতে সেরা ব্যাটারের মুকুট পড়েছেন শুবমান গিল।
টেস্ট ও টি-টোয়েন্টিতে অবশ্য র্যাংকিংয়ের পরিবর্তন হয়নি। ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে না থাকলেও সাদা পোশাকে সেরা বোলার তকমাটা জাসপ্রিত বুমরাহর। সেরা ব্যাটার ইংল্যান্ডের জো রুট। টি-টোয়েন্টিতে বল হাতে আকিল হোসেন যথারীতি শীর্ষে আর ব্যাটে সেরা ট্রাভিস হেড।