আর মাত্র ১০ দিন পর চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ। বৈশ্বিক আসরকে সামনে রেখে মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে কন্ডিশনিং ক্যাম্পে ব্যস্ত সময় পার করছে টাইগাররা।
টাইগাররা যখন অনুশীলনে ব্যস্ত তখন ওয়ানডে সিরিজ খেলায় ব্যস্ত চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপে থাকা বাকি ৩ দল। বিপিএলের কারণে সেরা প্রস্তুতির অভাব বোধ করছেন স্বয়ং দলের হেড কোচ ফিল সিমন্স।
বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ ফিল সিমন্স বলেন, ‘হ্যাঁ আমি আপনার সাথে একমত যে আমরা সেরা প্রস্তুতি নিতে পারিনি। তবে তারা ক্রিকেটের মধ্যেই ছিল তাও সাদা বলের ক্রিকেটে। তার মানে স্কিলের দিক থেকে তারা শাণিত আছে। আগামী ৬-৭ দিনে মানসিকভাবে আমাদের প্রস্তুত হতে হবে। তাদের স্কিল আছে, ভালোও খেলেছে, এখন শুধু ওয়ানডে ফরম্যাটের মানসিকতায় প্রবেশ করলেই হবে।’
চ্যাম্পিয়ন ট্রফির এই প্রেস কনফারেন্সে প্রশ্ন করা হয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত'র সাম্প্রতিক ফর্ম নিয়েও। বাজে ফর্মের কারণে বিপিএলে বরিশালের হয়ে ম্যাচে সুযোগ পাননি টাইগার অধিনায়ক।
ফিল সিমন্স বলেন, ‘সে খেলুক বা না খেলুক প্রতিদিনই কঠোর পরিশ্রম করেছে। সবার কাছ থেকে স্ট্রং মেন্টাল অ্যাটিটিউড প্রয়োজন। ৫০ ওভারের ম্যাচ তো হয়নি।’
এদিকে বিপিএলে গতি হারানো নাহিদ রানাকে নিয়েও আশাবাদী এই ক্যারিবিয়ান কোচ। সময়ের সাথে পুনরায় চেনা রূপে ফিরবেন এই স্পিডস্টার, মনে করেন টাইগার হেডমাস্টার।
হেড কোচ বলেন, ‘গত কয়েক ম্যাচে ওকে একটু স্লো মনে হয়েছে। রানআপও একটু বেশি সাধারণ , স্বাভাবিকের চেয়ে কম। তারা তো আগেভাগে বিদায় নিয়েছে। ফলে নাহিদ রানা একটু বিশ্রামও পেয়েছে। ক্যারিবিয়ানে যেমন গতি ছিল, রানআপ ছিল, গতকাল তাকে এমন ধারালো বলেই মনে হয়েছে।’
আগামী ২০ ই ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ। এই ম্যাচে জয় দিয়ে দারুণ এক টুর্নামেন্ট শুরুর প্রত্যয় ফিল সিমন্সের কন্ঠে