দেশসেরা ওপেনার হিসেবে টাইগার ক্রিকেটে পরিচিত তামিম ইকবাল খান। ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে নামের পাশে লিখেছেন ১৫ হাজারের বেশি রান। তবে আক্ষেপ হয়তো রয়েছে লাল-সবুজ জার্সিতে নিজের বিদায় নিয়ে। দলীয় কন্দোলে ক্রিকেটটা ছেড়েছেন কিছুটা বাধ্য হয়ে।
যদিও সময়ের সাথে সাথে পরিবর্তন এসেছে দৃশ্যপটে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিমকে দলে ফেরাতে চেষ্টা চালিয়েছে ক্রিকেট বোর্ড। তবে ক্রিকেট থেকে দীর্ঘদিন দূরে থাকা তামিম সেই প্রস্তাব ফিরিয়ে, গেল জানুয়ারিতে ঘোষণা করেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজের অবসর।
সেই থেকে টাইগার সাবেক অধিনায়ককে আনুষ্ঠানিক বিদায় জানানোর পরিকল্পনা সাজায় বিসিবি। বিপিএলের ফাইনালে ফরচুন বরিশাল পৌঁছানোয় পরিকল্পনায় লাগে বাড়তি হাওয়া। তাই ফাইনালের আগেই আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানানো হয়, মেগা ফাইনালের রাতেই বিশেষ সম্মাননা পাবেন তামিম।
দারুণ নেতৃত্ব আর পারফরম্যান্সে বরিশালকে চ্যাম্পিয়নও করান ড্যাশিং ওপেনার। এই ম্যাচের পরেই তামিমের হাতে বিদায় স্মারক তুলে দেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ও বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ।
বিসিবির এমন উদ্যোগ মন ছুঁয়েছে খান সাহেবেরও। ধন্যবাদ জানিয়েছেন বিগত সময়ের বোর্ড সভাপতি থেকে শুরু করে বর্তমান ফারুক আহমেদকেও।
ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘বিসিবির সাথে সবসময় খেলোয়াড়দের ভালবাসা ও হেট সম্পর্ক থাকে। আমি সবাইকে ধন্যবাদ জানাই। অনেক কিছু আমার পছন্দ হয় নাই আবার অনেক কিছু আমার পছন্দ হয়েছে। তারা আমাকে একজন অভিভাবকের মতোই ১৭ বছর খেলার ব্যবস্থা করে দিয়েছে।’
টাইগার ক্রিকেটে তামিম অধ্যায় আনুষ্ঠানিকভাবে শেষ। তবে ভবিষ্যতে সংগঠক কিংবা বোর্ডের গুরুত্বপূর্ণ কোনো দায়িত্বে দেখা মিলবে কিনা সেটা সময়ই বলবে।