আবাহনীর কোচ হলেন হান্নান সরকার

.
ক্রিকেট
এখন মাঠে
0

জাতীয় দলের নির্বাচকের চাকরি ছেড়ে আবাহনীর কোচ হলেন হান্নান সরকার। আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে ঘরোয়া লিগের অন্যতম ক্লাব আবাহনীর প্রধান কোচ হিসেবে কাজ শুরু করবেন সাবেক টাইগার ক্রিকেটার।

বাংলাদেশের বয়সভিত্তিক ও জাতীয় দল মিলে প্রায় ৯ বছর নির্বাচকের দায়িত্ব পালন করেছেন হান্নান সরকার। তবে জাতীয় দলে নির্বাচকের দায়িত্বের মেয়াদ শেষের ১ মাস আগেই তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নেন।

বিসিবির দায়িত্ব ছাড়ার সময়েই ইঙ্গিত দিয়েছিলেন সুযোগ পেলে কোচিং পেশায় মনযোগ দিতে চান এই সাবেক ক্রিকেটার। এবার সেই ইঙ্গিতই বাস্তবে রূপ দিলেন তিনি।

এদিকে ডিপিএলের একই আসরে আবাহনী ক্লাবে হান্নান সরকারের সহকারী কোচ হিসেবে কাজ করবেন তারেক আজিজ খান।

এএম