জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্বোধন হয় বিপিএলের একাদশ তম আসরের। প্রত্যাশা ছিল আকাশচুম্বী। পূর্ববর্তী ও পরবর্তী আসরগুলোর জন্য উদাহরণ হবার কথা ছিল চলতি বিপিএলের। তবে মাঠে ও মাঠের বাইরের নানা বিতর্কে ভালো দিকগুলোও চাপা পড়েছে সমালোচনায় আর অভিযোগে।
বিসিবির বিশ্বস্তসূত্রের খবর বিপিএলের শিরোপা নির্ধারণী মঞ্চে যাবতীয় বিতর্কে কিছুটা প্রলেপ দিতে চায় আয়োজকরা। তারই অংশ হিসেবে ফাইনালের মহারণে থাকবে তারুণ্যের উৎসব সংক্রান্ত নানা আয়োজন। যার বড় অংশজুড়ে থাকবে গ্রাফিতির ছোঁয়া। এছাড়াও ফাইনাল ম্যাচ শুরুর আগে ঢোলক বাদ্যের তাল থাকার জোর সম্ভাবনা আছে।
মাসব্যাপী বিপিএলের শেষটা আলোকিত হবে লেজার লাইটের আলোকসজ্জায়। যার ডিউরেশন হতে পারে টানা দশ মিনিট। যদিও সেই আলোতে বিতর্কের অন্ধকার কতটুকুন ঢাকা পড়বে বা আদৌ পড়বে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে প্রবল। কিন্তু লেজারের রেশ কাটার আগেই চ্যাম্পিয়ন শিরোপার মুকুটটি বন্দরনগরী চট্টগ্রাম নাকি নদীবেষ্টিত বরিশালে ঠিকানা খুঁজবে সেটা নির্ধারিত হয়ে যাবে।