টি-২০ ক্রিকেটে বিশ্বজুড়েই ব্যাটারদের আতঙ্কের নাম রশিদ খান। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে আফগানিস্তানের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও দুর্দান্ত পারফর্ম করে রশিদ খান হয়ে উঠেছেন অতুলনীয়। এবার টি-২০ ক্রিকেটে বিশেষ এক রেকর্ডের অধিকারী হলেন তিনি। টি-২০ ক্রিকেটে ৬৩৩ নিয়ে রশিদই এখন এই ফরম্যাটে সর্বোচ্চ উইকেটশিকারি।
২০১৫ সালে মাত্র ১৬ বছর বয়সে টি-২০ ক্রিকেটে যাত্রা শুরু রশিদ খানের। এরপর জাতীয় দল ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অবিশ্বাস্য পারফর্ম করে এই ফরম্যাটে নিজেকে নিয়ে গেছেন পর্বতসম উচ্চতায়।
স্বীকৃত টি-টোয়েন্টিতে ৬৩১ উইকেট নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন সাবেক উইন্ডিজ গ্রেট ডোয়াইন ব্রাভো এবং রশিদ খান। সেই রেকর্ডটা এবার এককভাবে নিজের করে নিলেন আফগান স্পিনার।
দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে মঙ্গলবার পার্ল রয়্যালসের বিপক্ষে এমআই কেপটাউনের হয়ে সেমিফাইনালে ৩৩ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। এই ম্যাচের পর টি-টোয়েন্টিতে উইকেটের ক্ষেত্রে ছাড়িয়ে গেলেন ডোয়াইন ব্রাভোকে। ৬৩৩টি উইকেটের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আফগানিস্তানের হয়ে ১৬১টি উইকেট নিয়েছেন রশিদ। বাকি ৪৭২টি উইকেট নিয়েছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে।
ব্রাভোর চেয়ে অনেক কম ম্যাচ খেলে তাঁকে টপকে গিয়েছেন রশিদ। ৪৬১টি ম্যাচে ৬৩৩টি উইকেট নিয়েছেন আফগান স্পিনার। তার বোলিং গড় ১৮.০৮। সেখানে ৬৩১টি উইকেট নিতে ৫৮২টি ম্যাচ খেলেছেন ব্রাভো। তার বোলিং গড় ২৪.৪০। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সুনীল নারাইন। তার উইকেটের সংখ্যা ৫৭৪। চার নম্বরে দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির। টি-টোয়েন্টিতে তার উইকেটের সংখ্যা ৫৩১। ৪৯২টি উইকেট নিয়ে এই তালিকায় পঞ্চম স্থানে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।