এবারের আসরের শেষদিক দিয়ে দলের শক্তি বাড়াতে শিমরন হেটমায়ার ও জেসন হোল্ডারকে উড়িয়ে এনেছে খুলনা। কোয়ালিফায়ার ম্যাচে ফ্র্যাঞ্চাইজিটির জার্সিতে দুই ক্যারিবিয়ান যে খেলবেন, তা প্রায় নিশ্চিত।
অন্যদিকে, চিটাগাং কিংস 'ডু অর ডাই' ম্যাচের আগে বড় কোনো তারকাকে দলে ভিড়ায়নি। খুলনা-চিটাগাংয়ের মধ্যকার জয়ী দল ৭ ফেব্রুয়ারি ফাইনাল খেলবে ফরচুন বরিশালের বিপক্ষে।