এলিমিনেটর ম্যাচে রাইডার্সের বিপক্ষে নয় উইকেটে জয় পেয়েছে মেহেদি মিরাজের দল। টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে সোহানরা। মাত্র ১৫ রানের মধ্যেই ৫ ব্যাটারকে প্যাভিলিয়নের পথ দেখান খুলনার বোলাররা।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে আসরে সর্বনিম্ন রানের লজ্জায় ডুবার শঙ্কা জাগিয়েছিল রংপুর। যদিও ৫২ রানে ৯ উইকেট হারানোর পর আকিফ জাবেদের ক্যামিওতে সেই শঙ্কা কাটে। তবে, ৮৫ রানে থেমে যায় তাদের ইনিংস।
দলের হয়ে জাবেদ ১৮ বলে সর্বোচ্চ ৩২ রানের ইনিংস খেলেন। আর খুলনার হয়ে সমান তিনটি করে উইকেট শিকার করেন নাসুম আর মিরাজ।
মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় খুলনা। রানের খাতা না খুলেই সাজঘরে ফেরেন মিরাজ। পরে নাঈম আর রস মিলে দলের জয় নিশ্চিত করেন।
নাঈম ৪৮ আর রস অপরাজিত ছিলেন ২৯ রানে। ম্যাচটি জেতায় দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলা নিশ্চিত করলো খুলনা।