ঢাকা ক্যাপিটালসকে ৬ উইকেটে হারিয়ে প্লে অফে খুলনা টাইগার্স

.
ক্রিকেট
এখন মাঠে
0

বিপিএলে বাঁচামরার লড়াইয়ে শনিবার (১ ফেব্রুয়ারি) ঢাকা ক্যাপিটালসকে ৬ উইকেটে হারিয়ে প্লে অফে জায়গা করে নিলো খুলনা টাইগার্স।

নেট রান রেটের পিছিয়ে পড়ায় আশা জাগিয়েও শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে ছিটকে গেল দুর্বার রাজশাহী। অপর ম্যাচে বরিশালকে ২৪ রানে হারিয়ে প্রথম কোয়ালিফায়ারে চিটাগাং কিংস। ফলে গ্রুপ পর্বের শেষ দিনে এসে নিশ্চিত হলো প্লে অফের চার দল।

ঢাকা ক্যাপিটালসের জন্য শেষ ম্যাচটা ছিল শুধুই নিয়ম রক্ষার। তবে খুলনা টাইগার্সের জন্য ছিল সম্পূর্ণ বিপরীত। জিতলে প্লে অফ আর হারলেই বিদায়! শেষ ম্যাচটা জিতেই সেরা চারের সমীকরণ মেলালো মিরাজ বাহিনী।

৬ উইকেটের জয়ে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করল খুলনা। সমান ১২ পয়ন্ট দুর্বার রাজশাহীরও। তবে নেট রান রেটে এগিয়ে থাকায় শেষ চারের টিকিট পেল খুলনা। এলিমিনেটরে টাইগার্সদের প্রতিপক্ষ রংপুর রাইডার্স ।

এর আগে মিরপুরে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করেছে ঢাকা। দলের হয়ে সর্বোচ্চ ৩৭ বলে ৫৮ রান করেছেন তানজিদ তামিম। ।

১২৪ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই নাঈম শেখ ও আফিফকে হারায় খুলনা। অ্যলেক্স রসকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেট জুটিতে ৬৮ রান তুলেন মিরাজ। রস ২২ রান করে বিদায় নিলেও এক প্রান্ত আগলে রেখে ৫৫ বলে ৭৪ রানের ক্যাপ্টেনস নক খেলেন মিরাজ। ১৬ ওভার ৫ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় খুলনা।

সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বরিশাল। দুই ওপেনার খাজা নাফাইয়ের ১৯ বলে ২২ ও পারভেজ ইমনের ৪১ বলে ৭৫ রানে ভালো ভিত পায় কিংস। মাঝে ক্লার্কের ২৬ ও শেষ দিকে হায়দার আলির ২৩ বলে ৪২ ও শামীম হোসেনের ১২ বলে ৩০ রানে ২০৬ রানের পুঁজি পায় চিটাগাং কিংস।

বড় রান তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ফরচুন শিবির। ৩৪ বলে ৬৭ রান করা বিপদজনক মালানকে আউট করেন আলিস। মুশফিক কেউ সাঝঘরে ফেরান আলিস। শেষ দিকে মাহমুদুল্লাহ রিয়াদের ২৬ বলে ৪১ রান করলেও জেতার জন্য তা যথেষ্ট ছিলোনা।

এই ম্যাচ দিয়েই শেষ হলো বিপিএলের রাউন্ড রবিন লিগ। আগামী ৩ ফেব্রুয়ারি ১ম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে বরিশাল ও চিটাগাং।

ইএ