দুই ম্যাচ নিষিদ্ধ তানজিম সাকিব

ক্রিকেট
এখন মাঠে
0

একাদশ বিপিএলে দুইবার ব্যাটারদের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন তানজিম সাকিব। প্রথমবার শুধু জরিমানা গুণেই ছাড় পেলেও এবার নিষেধাজ্ঞাও পেতে হয়েছে সিলেট স্ট্রাইকার্সের এই পেসারকে।

চিটাগং কিংসের বিপক্ষে আসরের শেষ ম্যাচ খেলতে নেমে দলটির ওপেনার গ্রাহাম ক্লার্কের সঙ্গে তর্কে জড়িয়েছেন তানজিম। আচরণবিধি ভঙ্গের দায়ে দুই ম্যাচের নিষেধাজ্ঞা এবং ৪টি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন সাকিব। ম্যাচ শেষে দুই আম্পায়ারের করা অভিযোগের ভিত্তিতে এই শাস্তি দেন ম্যাচ রেফারি এহসানুল হক সেজান।

এবারের বিপিএলে এর আগেও একবার শাস্তি পেয়েছিলেন তানজিম। সেই ম্যাচে তিন ডিমেরিট পয়েন্টের পাশাপাশি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছিল। ২৪ মাসে চার ডিমেরিট পাওয়ার শাস্তি হিসেবেই দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন তানজিম।

তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো ম্যাচ খেলায় বাধা নেই তানজিমের। বাংলাদেশের পরবর্তী ঘরোয়া টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম দুই ম্যাচ খেলা হচ্ছে না তার।

এএম