আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন শাপুর জাদরান

ক্রিকেট
এখন মাঠে
0

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আফগানিস্তানের পেসার শাপুর জাদরান। অনেকদিন ধরেই জাতীয় দলের বাইরে ছিলেন এই বাঁহাতি পেসার। সুযোগ পাচ্ছিলেন না ফ্র্যাঞ্চাইজি লিগে।

শেষ পর্যন্ত বিদায় বলেছেন ৩৭ বছর বয়সী এই পেসার। ২০২০ সালে সর্বশেষ আফগানিস্তানের হয়ে খেলেছিলেন শাপুর জাদরান।

জাতীয় দলের জার্সি গায়ে ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর ২০২০ সালে সবশেষ ম্যাচ খেলার আগ পর্যন্ত ৪৪টি ওয়ানডে ৩৬টি টি-টোয়েন্টি খেলেছেন।

যেখানে দুই ফরম্যাট মিলিয়ে তার উইকেট সংখ্যা ৮০টি। আফগানিস্তানের হয়ে ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলেছেন শাপুর জাদরান।

বড় টুর্নামেন্টে আফগানদের প্রথম জয়ের সাক্ষী এই পেসার। স্কটল্যান্ডের বিপক্ষে দলের জয়ে চার উইকেট নিয়ে ও ব্যাট হাতে ১২ রান করে অবদান রেখেছিলেন শাপুর জাদরান।

ইএ