পিঠের চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবেন না তিনি। তার না খেলার বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
পুরো মৌসুমজুড়ে মার্শকে ভুগিয়েছে পিঠের চোট। মার্শকে হারানো অজিদের জন্য বেশ বড় ধাক্কা। অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি দলের অধিনায়ক এই অলরাউন্ডার।
ওয়ানডে দলেও নিয়মিত খেলেন তিনি। প্যাট কামিন্সের অনুপস্থিতিতে ওয়ানডেতে অজিদের নেতৃত্বও দিয়েছেন তিনি।
নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা এখনও নিশ্চিত নয়। চোট সমস্যা রয়েছে তারও।
কামিন্স শেষ পর্যন্ত না খেলতে পারলে অজিদের নেতৃত্ব দিতে পারেন স্টিভ স্মিথ। মার্শ ছিটকে যাওয়ায় দলে সুযোগ পেতে পারেন জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক।