পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় রাইডার্স। মাঝে ইফতিখার, শেখ মেহেদি ও সাইফুদ্দিনকে নিয়ে জুটি গড়েন সৌম্য সরকার।
একদিক ধরে রেখে ঝড়ো ফিফটি তোলেন সৌম্য। নবম ব্যাটার হিসেবে আউট হবার আগে ৭৪ রান করেন এ বাঁহাতি।
বাকি ব্যাটারদের ব্যর্থতায় ১৭৪ রানেই থামে রংপুরের ইনিংস। এর আগে প্রথমে ব্যাটিংয়ে নামে খুলনা টাইগার্স।
উড়ন্ত সূচনা করেন দুই ওপেনার মেহেদী মিরাজ ও মোহাম্মাদ নাইম। ১২ বলে ২১ রানে মিরাজ মাহেদীর বলে আউট হলেও মোহাম্মদ নাইম ছিলেন অপরাজিত।
৬২ বলে ৭টি ৪ ও ৮টি ছক্কায় নাইম খেলেন ১১১ রানের দুর্দান্ত ইনিংস। শেষদিকে উইলিয়াম বসিস্টের ২১ বলে ৩৬ ও অঙ্কনের ১৫ বলে ২৯ রানে ২২০ রানের পুঁজি পায় খুলনা।