বাংলাদেশ নারী দলের বিপক্ষে সিরিজ জিতলো ওয়েস্ট ইন্ডিজ

ক্রিকেট
এখন মাঠে
0

সেন্ট কিটসে বাংলাদেশে নারী দলের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১০৬ রানে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ।

ওয়ার্নার পার্কে বাংলাদেশ সময় আজ (বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি) ভোরে কিয়ানা জোসেফ ও ডিয়ান্ড্রা ডটিনের ঝোড়ো ব্যাটিংয়ে ৬ উইকেটে ২০১ রান করে ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশের বিপক্ষে কোনো দল এই প্রথম ২০০ ছাড়ায়। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেন ওপেনার কিয়ানা জোসেফ।

৩৬ বলের ইনিংসে ৯টি চার ও ২টি ছক্কা মেরেছেন তিনি। অধিনায়ক হেইলি ম্যাথুস করেন ১৮ বলে ২৭ রান। দুই ব্যাটারকেই আউট করেন রাবেয়া।

২০ বলে ৪৯ রান করেন ডটিন,মারেন ৫টি ছক্কা। রানতাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারানো বাংলাদেশের হয়ে ২৫ বলে সর্বোচ্চ ২২ রান করেন শারমিন আক্তার।

শেষ পর্যন্ত ৯ উইকেটে ৯৫ রানে থামে বাংলাদেশের ইনিংস। শনিবার সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।

ইএ