ওয়েস্ট ইন্ডিজকে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশের কিশোরীরা

ক্রিকেট
এখন মাঠে
0

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার সিক্সে বড় জয় পেয়েছে বাংলাদেশের কিশোরীরা। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ১০ উইকেটের ব্যবধানে।

বৃষ্টির বাধায় ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয় ১৩ ওভারে। তাতে টস হেরে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি ক্যারিবীয়ান কিশোরীরা। 

দলীয় ৭ রানে প্রথম উইকেট হারানোর পর, নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। ফলে কমে আসে রান তোলার গতিও। 

নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তারা জমা করে মোটে ৫৪ রান। ১১ রান খরচায় ৩ উইকেট তুলে নেন নিশিতা আক্তার নিশি। 

৫৫ রানের ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে জুয়াইরিয়া ফেরদৌস আর ফাহমিদা ছোঁয়ার উদ্বোধনী জুটিতেই ম্যাচ জিতে যায় বাংলাদেশ। 

জুয়াইরিয়া অপরাজিত থাকেন ২৫ রানে। আর ছোঁয়ার ব্যাটে আসে ১৪ রান।

ইএ