বিপিএলে ক্রিকেটারদের পেমেন্ট ইস্যু নিয়ে বিতর্কিত দল রাজশাহী। তাই ম্যাচ শুরুর আগেই রংপুরের বিপক্ষে ম্যাচটি বয়কট করে দলে থাকা বিদেশি ক্রিকেটাররা।
যদিও সেরা একাদশ সাজাতে কমপক্ষে দুজন বিদেশি ক্রিকেটার রাখার নিয়ম রয়েছে, তবে দলে সব দেশি ক্রিকেটার খেলানোর ব্যাপারে বিপিএলের টেকনিক্যাল কমিটি কাছ থেকে অনুমতি নিতে হয় রাজশাহীর টিম ম্যানেজমেন্টকে।
ম্যাচের আগের ঘটনার মতোই নাজেহাল রাজশাহীর ব্যাটারদের অবস্থা। ৫৬ রানেই নেই দলটির ৬ উইকেট। টপ অর্ডারে নামা একমাত্র এনামুল হক বিজয় করেন ১৩ রান। বাকিরা ছিলেন আসার যাওয়া প্রতিযোগিতায়। শেষদিকে সানজামুল ইসলামের ব্যক্তিগত ২৮ রানে ১১৯ রানের স্কোর দাঁড় করায় রাজশাহী।
লো স্কোরিং ম্যাচে টার্গেটে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে রংপুর। দলীয় ৩০ রানেই ৬ ব্যাটার ফেরে প্যাভিলিয়নে। রাজশাহীর পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী একাই নেন ৪ উইকেট।
ম্যাচে একাই লড়াই করেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। ৩১ বলে ৫২ রান করে অপরাজিত থেকে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান তিনি। তবে পারেনি ম্যাচ জেতাতে। রংপুরের ইনিংস থামে ১১৭ রানে।
অন্যদিকে দিনের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ৮ উইকেটে হারিয়েছে ফরচুন বরিশাল। ১১৭ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই তাওহিদ হৃদয়কে হারায় বরিশাল। ডাউইড মালানও খুব বেশি সুবিধা করতে পারেননি। এরপর হাল ধরেন মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। তামিম চার মেরে ব্যক্তিগত অর্ধশতক ও জয় নিশ্চিত করেন দলের পক্ষে।