ক্যারিবীয় দ্বীপে ইতিহাস গড়ে জয় ছিনিয়ে এনেছে বাংলার বাঘিনীরা। যেকোনো ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজ নারী দলের বিপক্ষে প্রথম জয় জ্যোতি-নাহিদাদের। সেই জয়টাও এসেছে প্রতিপক্ষের মাটিতে। এবার সুযোগ ক্যারিবীয় দ্বীপে সিরিজ জয়ের
প্রথম ওয়ানডেতে হার, দ্বিতীয় ওয়ানডেতে ঐতিহাসিক জয়। সিরিজে সমতা থাকায় দুই দলের কাছেই সুযোগ আছে শিরোপা জয়ের। তবে শুক্রবার রাত ১২টায় শুরু হতে যাওয়া ম্যাচটা আলাদাই গুরুত্ব পাবে নিগার সুলতানা জ্যোতিদের কাছে।
যেহেতু চলমান সিরিজটি নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত, তাই ভারতের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে শেষ ম্যাচে জয় পেতে হবে বাংলাদেশকে। আইসিসির নিয়ম বলছে, বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে থাকতে হবে চ্যাম্পিয়নশিপের প্রথম ছয় দলে। বাকি দুই দল আসবে বাছাই পর্ব খেলে। সেখানে বাংলাদেশের বর্তমান অবস্থান ৭ নম্বরে।
টাইগ্রেসদের এক ধাপ উপরে অর্থাৎ ছয় নম্বরে আছে নিউজিল্যান্ড নারী ক্রিকেট দল। তবে চ্যাম্পিয়নশিপের সাইকেলে আর কোনো ম্যাচ বাকি নেই কিউই নারীদের। তাই ক্যারিবীয়ান দ্বীপে জয় পেলেই বিশ্বকাপের টিকিট মিলবে বাংলার নারীদের।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডেতে তাই জয়ই চাইবে মারুফা-মুর্শিদারা। সিরিজ জয়ের ইতিহাস গড়েই তো দেশে ফেরার স্বপ্ন বুনছে তারা।