ক্রিকেট
এখন মাঠে
0

ইডেন গার্ডেন্সে সন্ধ্যায় মুখোমুখি হচ্ছে ভারত-ইংল্যান্ড

কলকাতার ইডেন গার্ডেন্সে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড।

২০২৩ সালের ওয়ানডে ও ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতায় কোচের পদ থেকে ম্যাথু মটকে সরিয়ে দেয় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। তার জায়গায় ম্যাককালামের কাঁধে তিন ফরম্যাটের দায়িত্বই তুলে দেয় ইসিবি। সাদা বলের ফরম্যাটে ম্যাককালামের সামনে প্রথম পরীক্ষা ভারত সিরিজ।

অন্যদিকে ভারতীয় পেসার মোহাম্মদ শামির প্রত্যাবাসনের মঞ্চও এই সিরিজ। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর ইনজুরি কাটিয়ে প্রথমবার স্কোয়াডে ফিরেছেন এই পেসার।

ঘরের মাঠে সাম্প্রতিক ফর্ম বিচারে ইংল্যান্ডের বিপক্ষে ফেভারিট হয়েই মাঠে নামবে ভারত। এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ২৪ ম্যাচ খেলেছে ভারত ও ইংল্যান্ড। এরমধ্যে ভারতের জয় ১৩টিতে এবং ইংলিশদের ১১টিতে। ২০২২ সালে সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজে ইংল্যান্ডের মাটিতেও ২-১ ব্যবধানে জিতেছিল ভারত।

এএম