ক্রিকেট
এখন মাঠে
0

৯ উইকেটের হার দিয়ে জ্যোতিদের ক্যারিবীয় সফর শুরু

প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ গিয়ে ৯ উইকেটের বড় হার দিয়ে শুরু করেছে বাংলাদেশের নারীরা।

সেন্ট কিটসে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৯৮ রান দাঁড়ায় বাংলাদেশের সংগ্রহ।

ব্যাটিং বান্ধব উইকেটে কেউই পাননি অর্ধশতক। সর্বোচ্চ ৪২ রান আসে শারমিন আক্তারের ব্যাট থেকে। এছাড়া ওপেনার মুর্শিদা খাতুন করেন ৪০ রান।

অন্যদিকে সোবহানা মোস্তারির ৩৫ ও স্বর্ণা আক্তারের ২৯ রানের ইনিংসের সুবাদে ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৯৮ রান করে জ্যোতির দল।

জবাব দিতে নেমে ক্যারিবীয় নারীদের কোনো বেগই পেতে হয়নি। একটি উইকেট হারিয়ে ও ১১০ বল হাতে রেখেই লক্ষ্য পেরিয়ে যায় তারা।

কিয়ানা জোসেফ ৭০ রান করে সাজঘরে ফিরলেও অধিনায়ক হেলি ম্যাথিউস ১০৪ রান করে অপরাজিত থেকে নিশ্চিত করেন দলের জয়।

ইএ