ক্রিকেট
এখন মাঠে
0

'সকলের সাথে আলোচনা করে বিসিবির গঠনতন্ত্রে পরিবর্তন আনা হবে'

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) গঠনতন্ত্রের সংস্কার নিয়ে এবার মুখ খুললেন বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। ক্লাব পক্ষের সাথে ভুল বোঝাবুঝির কারণেই তৈরি হয়েছে এমন পরিস্থিতি। সকলের সাথে আলোচনা করে গঠনতন্ত্রে পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন এই বোর্ড পরিচালক। আজ (বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলোয়াড়দের বেতন না পাওয়া ইস্যুতেও কথা বলেন ফাহিম।

হাসিমাখা মুখে চট্টগ্রামের পথে বিসিবি'র দুই বোর্ড পরিচালক। মুখে হাসির দেখা মিললেও মনে যে বাস করছে রাজ্যের অশান্তি, দেশের ক্রিকেটে গেল কিছুদিনে ঘটে যাওয়া কয়েকটি ঘটনাই হয়তো তার রাজ সাক্ষী।

ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্রের সংস্কার নিয়ে ক্ষুব্ধ ঢাকার ৭৬টি ক্লাব ক্রিকেটের কর্মকর্তা। প্রস্তাবিত গঠনতন্ত্রে সিসিডিএম বিলুপ্তির সম্ভাবনার অভিযোগ এনেছে তারা। যদিও বিষয়টিকে 'ভুল' দাবি করছেন সংস্কার কমিটির আহ্বায়ক নাজমুল আবেদিন ফাহিম।

তিনি বলেন, 'সিসিডিএম বিলুপ্ত হয়ে গেছে এই শব্দটা আমি অনেকের মুখেই শুনেছি। এটা মোটেই সত্যি নয়। তাদের কাজের ধরনটাকে আমরা অন্যভাবে প্লেস করার চেষ্টা করেছি। অনেক বড় ব্যক্তিকে তাদের কাজ করার চিন্তাভাবনা আমাদের প্রস্তাবের মধ্যে থাকবে হয়তো। হয়তোই বলবো, কারণ এখনও আমরা প্রস্তাব ঠিক করিনি। এটা এখনও একেবারে ফাইনাল স্টেজে আছে মোটামুটি। আমরা হয়তো আরও একবার বসে এটাকে ফাইনাল করবো।'

এদিকে বিসিবি নির্বাচনে কাউন্সিলরের সংখ্যা ব্যাপক হারে কমানোর যে অভিযোগ উঠেছে সেটিকেও মিথ্যা দাবি করেছেন এই বোর্ড পরিচালক।

নাজমুল আবেদিন ফাহিম বলেন, 'যে সংখ্যাটার কথা তারা বলেছেন সে সংখ্যাটা ঠিক নয়। সংখ্যাটা কী তা আমি এই মুহূর্তে বলতে পারছি না। বলাটা আমার উচিতও হবে না। যদি একেবারেই পরিবর্তন না হয় তাহলেতো আমাদের এই কাজটা দেয়ারও কোনো অর্থ হয় না। তাহলে তো আমরা বলেই দিতে পারি যে পরিবর্তনের কোনো প্রয়োজন নেই, এটাই চলতে পারে। কিছু পরিবর্তন তো আসবেই। সবদিক দিয়ে, পুরো জায়গাজুড়েই কিছু কিছু পরিবর্তন এসেছে।'

অন্যদিকে দুর্বার রাজশাহীর পেমেন্ট ইস্যুতে বিব্রত ক্রিকেট বোর্ড। নিয়মানুযায়ী ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ না করলে ফ্র্যাঞ্চাইজিটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশের অভিজ্ঞ এই ক্রিকেট মস্তিষ্ক।

নাজমুল আবেদিন ফাহিম বলেন, 'এটা ভীষণ বিব্রতকর। এই একটা কালো দাগ আমি দেখতে পারছি। এটা খুব দুঃখজনক যে, খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে কিছু ঘটেছে। যেহেতু গত দু'এক দিনের মধ্যেই জানতে পেরেছি যে ঘটনাটা এমন, আমরা আমাদের দিক থেকে কিছু অ্যাকশন নেয়ার চেষ্টা করবো।'

দ্রুতই সব সমাধান করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার প্রত্যয় ফাহিমের কণ্ঠে।

এসএস