২০১৮ সালে খেলোয়াড়দের মানসিক স্থিতির জন্য পরিবারকে কাছে রাখার অনুরোধ করেছিলেন সেই সময়ের অধিনায়ক বিরাট কোহলি। সেটা তাদের পারফরম্যান্সে কিছুটা সুফলও দিয়েছিল।
এবার খেলোয়াড়দের সেই সুবিধা কাটছাঁট করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। নতুন নিয়মে ৪৫ দিন বা এর বেশি সময় ধরে চলা সফরে স্ত্রী ও সন্তানদের ১৪ দিন কাছে রাখতে পারবেন তারা।
তবে সফর শুরুর প্রথম দুই সপ্তাহ এই সুযোগ মিলবে না। এরচেয়ে কম সময়ের সফরে ১ সপ্তাহের জন্য পরিবারকে পাশে পাবেন ক্রিকেটাররা।
বর্তমান নিয়মে বিসিসিআই খেলোয়াড়দের পরিবারের আবাসন ব্যবস্থায় যুক্ত থাকে। তবে ভ্রমণের খরচ বহন করতে হয় খেলোয়াড়দেরই।
কয়েক বছর ধরেই প্র্যাকটিসে আসার ক্ষেত্রে খেলোয়াড়রা ছিলেন স্বাধীন। এবার এরসঙ্গে যুক্ত হচ্ছে টিম বাসে চলাচলের বাধ্যবাধকতা।