বিপিএলে ১১তম আসরে ঢাকা-রাজশাহী ম্যাচ দেখে ফেলেছে বিপিএল ইতিহাসে সর্বোচ্চ ২৫৪ রানের রেকর্ড। এবারের আসরে সব মিলিয়ে ৭ ম্যাচে ২০০ ছোঁয়া স্কোর দেখেছে দর্শকরা। শেষ হওয়া ২০ ম্যাচের ১১ ম্যাচই হয়েছে হাই-স্কোরিং ম্যাচ।
ক্রিকেট বোর্ডে দীর্ঘমেয়াদে বোলিং কোচ হিসেবে কাজ করছেন জাতীয় দলের সাবেক পেসার তারেক আজিজ খান। পাইপলাইনে নতুন পেসার তৈরির দায়িত্ব পালনে ব্যস্ত অভিজ্ঞ এই কোচ।
প্রায় সব আসরেই বিপিএলে রানখরা নিয়ে দর্শকদের অভিযোগ ছিল তুঙ্গে। তবে চলমান বিপিএলে প্রত্যেক ম্যাচেই হচ্ছে হাই-স্কোরিং। ক্রিকেটারদের জন্য এটাকে দারুণ সুযোগ মানছেন এই বোলিং কোচ।
বিসিবি এইচপি ইউনিট বোলিং কোচ তারেক আজিজ বলেন, ‘প্লেয়ারদের একটা ডিমান্ড ছিল ভালো উইকেট। ট্রু উইকেটে খেললে প্লেয়ারদের স্কিল ডেভেলপমেন্ট হবে। লাকিলি এ বছর উইকেট ভালো হয়েছে। রান ভালো হচ্ছে।’
স্পোর্টিং উইকেটে খেলা হওয়ায় লাভবান ক্রিকেটাররা। রান বন্যার ম্যাচেই বোলারদের উন্নতি করার সুযোগ বেশি। ভালো বোলার হতে গেলে ট্রু উইকেটে খেলেই বাড়াতে হবে স্কিল।
তিনি বলেন, ‘এ ধরনের উইকেট প্লেয়ারদের জন্য ভালো। আন্তর্জাতিক ম্যাচ যখন খেলতে যাবে তখন বিভিন্ন স্কিলের ভ্যারিয়েশনের প্রয়োজন হয়।’
চলমান বিপিএলে তাসকিন-নাহিদ রানারা আছেন দারুণ ছন্দে। ৬ ম্যাচে ৬.৭২ ইকোনমিতে ১৪ উইকেট নিয়ে বোলারদের তালিকায় শীর্ষে তাসকিন। ৯.১০ ইকোনমিতে ১১ উইকেট নিয়ে তালিকার দুইয়ে তানজিম সাকিব। ৯ উইকেট নিয়ে তালিকার ৩ ও ৪ নম্বরে আবু হায়দার রনি ও নাহিদ রানা। ৭.৬৫ ইকোনমিতে তালিকার পাঁচে মোস্তাফিজুর রহমান।
তারেক আজিজ বলেন, ‘বোলার হিসেবে সেই ভালো যে ভালো উইকেটে ভালো বল করবে। ন্যাশনাল টিমের বোলার হবে তখন আরো বেশি ডিমান্ড করবে। পেস বোলারদের নিজেদের যে জায়গাটায় উন্নতি করার দরকার, তাতে দারুণ মনোযোগ দিয়ে তারা কাজ করছে। আমার মনে হয় প্রতিপক্ষ যেই হোক, কন্ডিশন বিবেচনা করে বোলার তার নিজেকে প্রকাশ করতে পারে এবং যেকোনো কন্ডিশনে ভালো করার সুযোগ থাকে।’
বিপিএল কিংবা চ্যাম্পিয়নস ট্রফি— ফরম্যাট ভিন্ন হলেও বাংলাদেশের পেস বোলিং ইউনিট নিজেদের সামর্থ্যের সেরাটা দেবে বিশ্বাস করেন সাবেক এই ক্রিকেটার।