পিএসএলে খেলতে যাবার আগে উজ্জীবিত রিশাদের লক্ষ্য শিরোপা জয়

ক্রিকেট
এখন মাঠে
0

পিএসএলে খেলতে যাবার আগে রিশাদ হোসেনকে শুভকামনা জানিয়েছেন কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। উৎসাহ পেয়ে উজ্জীবিত রিশাদের লক্ষ্য নিজের দল লাহোর কালান্দার্সকে শিরোপার মুকুট পড়ানো। সেই সাথে পিএসএলের অভিজ্ঞতা কাজে লাগাতে চান জাতীয় দলের হয়েও।

পিএসএলের ডাকে সাড়া দিয়ে দিন কয়েকের মধ্যে উড়াল দিবেন রিশাদ হোসেন! যাবার আগে গুরু সালাউদ্দিন শুভকামনা জানিয়েছেন রিশাদকে। একই সঙ্গে দিয়েছেন ভালো খেলার তাড়না। দিয়েছেন পারফরম্যান্সের দিকে নজর রাখার প্রতিশ্রুতিও।

রিশাদ বলেন, ‘স্যার আমাকে শুভকামনা জানালেন। আমি বললাম, ইনশাআল্লাহ চেষ্টা করবো ভালো করার জন্য নিজের সর্বোচ্চটা দিয়ে। তারপর উনি বললেন, মাঝে মধ্যেই কথা হবে এবং টুর্নামেন্ট শেষে ভালো কিছু দেখতে চাই ইনশাআল্লাহ।’

লাহোর কালান্দার্সে এই টাইগার লেগ স্পিনার সতীর্থ হিসেবে পাবেন শাহীন আফ্রিদি, আসিফ আলী, ফখর জামানদের। বড় মঞ্চে তারকা ক্রিকেটারদের সাথে খেলতে উন্মুখ টিমম্যান রিশাদ।

এই ক্রিকেটার বলেন, ‘পিএসএলে যাচ্ছি এটা আমার জন্য অনেক বড় একটা সুযোগ। এটা আমার এবং বাংলাদেশ ক্রিকেটের জন্যও ভালো। আমি চেষ্টা করবো এখান থেকে যতটা সম্ভব অভিজ্ঞতা নিতে। দলের প্রয়োজনে আমি সবকিছু করতে চাই।’

লাহোর কালান্দার্সে এখনো যোগ না দিলেও এরই মধ্যে প্রতিপক্ষ ব্যাটারদের বধ করার পরিকল্পনা আটছেন লেগ স্পিনিং অলরাউন্ডার রিশাদ। দ্বিতীয় বা তৃতীয় নয় রিশাদ হোসেনের লক্ষ্য চ্যাম্পিয়ন শিরোপা।

রিশাদ আরো বলেন, ‘সেখানে যাচ্ছি, এটা অনেক খুশির। চেষ্টা করবো চ্যাম্পিয়ন হয়ে ফিরে আসার। পাকিস্তানি ব্যাটারদের সাথে খেলার সুবাদে তাদের ব্যাপারে যথেষ্ট ধারনা আছে। সেগুলো নিয়েই আরো কাজ করার চেষ্টা করছি।’

তারকা বহুল টুর্নামেন্ট পিএসএল। সেখানে থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে জাতীয় দলে তার প্রতিফলন ঘটাতে চান সময়ের সাথে সাথে বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠা রিশাদ।


এসএইচ

শিরোনাম
দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছো প্রধান উপদেষ্টা ড. ইউনূসের, বৈষম্যহীন, সুখী-সমৃদ্ধ, শান্তিময় ও আনন্দপূর্ণ বাংলাদেশ গড়ে তোলাই এবার বাংলা নববর্ষের অঙ্গীকার: প্রধান উপদেষ্টা ড. ইউনূস; বিগত বছরের গ্লানি, দুঃখ-বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে নতুন প্রত্যয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে
You sent 'নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান' প্রতিপাদ্যে আনন্দ শোভাযাত্রা চলছে, রয়েছে 'ফ্যাসিবাদের মুখাকৃতি'সহ ২১টি মোটিফ, অংশ নিয়েছেন ২৮টি জাতিগোষ্ঠীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ
বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখে গান-আনন্দ শোভাযাত্রাসহ দেশজুড়ে নানা আয়োজন
রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে গাজায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন
ইয়েমেনের রাজধানী সানার কাছে একটি কারখানায় মার্কিন হামলায় নিহত কমপক্ষে ৬, আহত ২০
দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছো প্রধান উপদেষ্টা ড. ইউনূসের, বৈষম্যহীন, সুখী-সমৃদ্ধ, শান্তিময় ও আনন্দপূর্ণ বাংলাদেশ গড়ে তোলাই এবার বাংলা নববর্ষের অঙ্গীকার: প্রধান উপদেষ্টা ড. ইউনূস; বিগত বছরের গ্লানি, দুঃখ-বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে নতুন প্রত্যয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে
You sent 'নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান' প্রতিপাদ্যে আনন্দ শোভাযাত্রা চলছে, রয়েছে 'ফ্যাসিবাদের মুখাকৃতি'সহ ২১টি মোটিফ, অংশ নিয়েছেন ২৮টি জাতিগোষ্ঠীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ
বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখে গান-আনন্দ শোভাযাত্রাসহ দেশজুড়ে নানা আয়োজন
রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে গাজায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন
ইয়েমেনের রাজধানী সানার কাছে একটি কারখানায় মার্কিন হামলায় নিহত কমপক্ষে ৬, আহত ২০