পিএসএলের ডাকে সাড়া দিয়ে দিন কয়েকের মধ্যে উড়াল দিবেন রিশাদ হোসেন! যাবার আগে গুরু সালাউদ্দিন শুভকামনা জানিয়েছেন রিশাদকে। একই সঙ্গে দিয়েছেন ভালো খেলার তাড়না। দিয়েছেন পারফরম্যান্সের দিকে নজর রাখার প্রতিশ্রুতিও।
রিশাদ বলেন, ‘স্যার আমাকে শুভকামনা জানালেন। আমি বললাম, ইনশাআল্লাহ চেষ্টা করবো ভালো করার জন্য নিজের সর্বোচ্চটা দিয়ে। তারপর উনি বললেন, মাঝে মধ্যেই কথা হবে এবং টুর্নামেন্ট শেষে ভালো কিছু দেখতে চাই ইনশাআল্লাহ।’
লাহোর কালান্দার্সে এই টাইগার লেগ স্পিনার সতীর্থ হিসেবে পাবেন শাহীন আফ্রিদি, আসিফ আলী, ফখর জামানদের। বড় মঞ্চে তারকা ক্রিকেটারদের সাথে খেলতে উন্মুখ টিমম্যান রিশাদ।
এই ক্রিকেটার বলেন, ‘পিএসএলে যাচ্ছি এটা আমার জন্য অনেক বড় একটা সুযোগ। এটা আমার এবং বাংলাদেশ ক্রিকেটের জন্যও ভালো। আমি চেষ্টা করবো এখান থেকে যতটা সম্ভব অভিজ্ঞতা নিতে। দলের প্রয়োজনে আমি সবকিছু করতে চাই।’
লাহোর কালান্দার্সে এখনো যোগ না দিলেও এরই মধ্যে প্রতিপক্ষ ব্যাটারদের বধ করার পরিকল্পনা আটছেন লেগ স্পিনিং অলরাউন্ডার রিশাদ। দ্বিতীয় বা তৃতীয় নয় রিশাদ হোসেনের লক্ষ্য চ্যাম্পিয়ন শিরোপা।
রিশাদ আরো বলেন, ‘সেখানে যাচ্ছি, এটা অনেক খুশির। চেষ্টা করবো চ্যাম্পিয়ন হয়ে ফিরে আসার। পাকিস্তানি ব্যাটারদের সাথে খেলার সুবাদে তাদের ব্যাপারে যথেষ্ট ধারনা আছে। সেগুলো নিয়েই আরো কাজ করার চেষ্টা করছি।’
তারকা বহুল টুর্নামেন্ট পিএসএল। সেখানে থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে জাতীয় দলে তার প্রতিফলন ঘটাতে চান সময়ের সাথে সাথে বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠা রিশাদ।