ক্রিকেট
এখন মাঠে
0

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অস্ট্রেলিয়ার ১৫ সদস্যের দল ঘোষণা

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। প্রথমবারের মতো আইসিসি টুর্নামেন্টে খেলবেন ম্যাট শর্ট ও অ্যারন হার্ডি।

কামিন্সের কাছে নেতৃত্ব ভার থাকলেও গোড়ালির চোটের কারণে তার খেলা নিয়ে এখনো রয়েছে অনিশ্চয়তা। আসন্ন শ্রীলঙ্কা সফরে অবশ্য পিতৃত্বকালীন ছুটি নিয়েছেন কামিন্স।

স্কোয়াডে জায়গা করে নিয়েছেন নাথান এলিস। বিগব্যাশে ভালো করে দলে জায়গা পেয়েছেন তিনি। মূলত ১৪ মাস আগে ওয়ানডে বিশ্বকাপে খেলা ডেভিড ওয়ার্নার, ক্যামেরন গ্রিন ও শন অ্যাবটের পরিবর্তে জায়গা করে নিয়েছেন অ্যারন হার্ডি, ম্যাট শর্ট ও নাথান এলিস।

ওয়ার্নারের অবসর ও গ্রিনের চোটের কারণে খেলা হচ্ছে না এই টুর্নামেন্টে। আলোচনা থাকলেও এই টুর্নামেন্টের দলে জায়গা হয়নি জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কের।

এএইচ