অবশেষে ফুরালো অপেক্ষার প্রহর। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।
ক্রিকেট পাড়ায় দল ঘোষণার আগেই গুঞ্জন ছিল এবারের আসরে দলে জায়গা পাবেন না লিটন দাস। যা রটেছে, তাই হয়েছে, জায়গা পাননি তিনি। তবে লিটনকে দলে না রাখার সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক।
গাজী আশরাফ হোসেন লিপু বলেন, 'লিটন আউট অব ফর্ম। একজন ব্যাটসম্যান দীর্ঘদিন ধরে একই ফরম্যাটে রানের তীব্র খরায় ভুগছে। আউটের প্যাটার্নগুলোও অনেকটা একইরকম।'
এদিকে বোলিং অ্যাকশনের ত্রুটি আর দেশের বিরাজমান পরিস্থিতিতে চ্যাম্পিয়নস ট্রফির দলে জায়গা পাননি দেশের ক্রিকেট ইতিহাসের নক্ষত্র সাকিব আল হাসান। ব্যাটার সাকিবে ভরসা রাখার সাহস করেনি টাইগারদের নির্বাচক প্যানেল।
গাজী আশরাফ হোসেন লিপু বলেন, 'সিলেকশন প্যানেলে সাকিবের অবস্থানটা একজন ব্যাটসম্যান হিসেবেই ছিল আমাদের কাছে। আমাদের এই দলে আসলে টিম কম্বিনেশন সাজাতে গিয়ে শুধু ব্যাটসম্যান হিসেবে তাকে আমরা এই ১৫ জনের মধ্যে রাখতে পারিনি।'
হাইব্রিড মডেলের এবারের আসর সামনে রেখে দলে জায়গা পেয়েছেন তরুণ পারভেজ হোসেন ইমন, নাহিদ রানা, জাকের আলীর মতো ক্রিকেটার। আছেন মুশফিক-রিয়াদ-তাসকিনের মতো অভিজ্ঞরাও।
ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে তরুণ-অভিজ্ঞের মিশেলে সাজানো বাংলাদেশ কেমন করেন— এটাই এখন দেখার বিষয়।