ওয়েলিংটনে উইকেটের সুবিধা কাজে লাগাতে টস জিতে কোনো দ্বিধা ছাড়াই বোলিংয়ের সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক মিচেল সান্টনার। অধিনায়কের পরিকল্পনায় শতভাগ সাফল্য এনে দিয়েছেন কিউই বোলাররাও।
শ্রীলঙ্কান টপ অর্ডারের বিপক্ষে ম্যাট হেনরি, জ্যাকব ডাফি ও নাথান স্মিথরা রীতিমত সুইংয়ের ঝড় তুলেছেন। কিউই পেসারদের দাপটে মাত্র ২৩ রানেই চার উইকেট হারিয়ে বসে লংকানরা।
এরপর জুটি গড়ার চেষ্টা করলেও নির্ধারিত ওভারের আগেই ১৭৮ রানে গুটিয়ে যায় চারিথ আসালাঙ্কার দল। জবাবে ব্যাট করতে নেমে উইল ইয়াংয়ের অপরাজিত ৯০ রানের ইনিংসে ভর করে অনায়াসে জয় পায় ব্ল্যাক ক্যাপরা।
এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো স্বাগতিক নিউজিল্যান্ড।