ক্রিকেট
এখন মাঠে
0

বিপিএলের সিলেট পর্ব দেখা যাবে মাত্র ১৫০ টাকায়

মাত্র দেড়শ টাকা খরচ করেই বিপিএলের সিলেট পর্বের দিনের দুটি ম্যাচ দেখতে পারবেন দর্শকরা।সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ওয়েস্টার্ন গ্যালারি, গ্রিন গ্যালারি এবং নতুন করে নামাঙ্কিত শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের একেকটি টিকিটের মূল্য ধরা হয়েছে দেড়শ টাকা।

এছাড়া ইস্টার্ন গ্যালারি আড়াইশ টাকা, ক্লাব হাউজ ৫০০ টাকা, জিরো ওয়েস্ট জোন ৬০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ধরা হয়েছে ২ হাজার টাকা।

সিলেটে স্টেডিয়াম সংলগ্ন টিকিট কাউন্টারেই রোববার বিকাল ৩টা থেকে পাওয়া যাবে টিকিট। এছাড়া আম্বরখানার মধুমতি ব্যাংকে ও শিশু একাডেমির টিকিট বুথে সকাল ১০টা থেকে টিকিট বিক্রি হবে।

এছাড়া টিকিট পাওয়া যাচ্ছে অনলাইনেও, ইতোমধ্যে পাওয়া যাচ্ছে বিসিবির ওয়েবসাইটে।

ইএ