তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে ১৪ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে টাইগ্রেসরা। দুই দলের ওয়ানডে সিরিজটি ওমেন্স চ্যাম্পিয়নসশিপের অংশ।
২০২৫ ভারত বিশ্বকাপে খেলতে হলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অন্তত দুটি ম্যাচ জিততে হবে নিগার সুলতানা জ্যোতির দলের।
এমন সমীকরণের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে ১৯ জানুয়ারি। বাংলাদেশের মেয়েরা পরের দুটি ম্যাচ খেলবে ২১ এবং ২৪ জানুয়ারি।
এরপর ২৭, ২৯ এবং ৩১ জানুয়ারি হবে তিনটি টি-টোয়েন্টি। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট কিটসে।