ক্রিকেট
এখন মাঠে
0

সাকিবের ব্যাপারে বিপিএলের মাঝেই সিদ্ধান্ত নেয়া দরকার: বিসিবি সভাপতি

সাকিব আল হাসানকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলাতে চান বিসিবি সভাপতি ফারুক আহমদ। শুক্রবার তিনি জানালেন, সাকিবের ব্যাপারে বিপিএলের মাঝেই সিদ্ধান্ত নেয়া দরকার। এদিকে, আসন্ন মেগা আসরে নাজমুল শান্তই বাংলাদেশকে নেতৃত্ব দেবেন বলে নিশ্চিত করলেন ফারুক আহমেদ।

সাকিব আল হাসানকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলাতে চান বিসিবি সভাপতি ফারুক আহমদ। শুক্রবার তিনি জানালেন, সাকিবের ব্যাপারে বিপিএলের মাঝেই সিদ্ধান্ত নেয়া দরকার। এদিকে, আসন্ন মেগা আসরে নাজমুল শান্তই বাংলাদেশকে নেতৃত্ব দেবেন বলে নিশ্চিত করলেন ফারুক আহমেদ।

গেল বছর দক্ষিণ আফ্রিকা সিরিজে টেস্ট ফরম্যাটে বিদায় নিতে চেয়েছেন সাকিব আল হাসান। তবে, নানা জটিলতায় ঘরের মাটিতে অভিজাত ফরম্যাটে নিজের শেষ ম্যাচ খেলতে পারেননি নাম্বার সেভেন্টি ফাইভ।

এরপর গুঞ্জন উঠেছিল উইন্ডিজে ওয়ানডে সিরিজ খেলবেন। যদিও সেটা সত্য হয়নি। ৫০ ওভারের ক্রিকেটকে বিদায় না বলায় তাকে নিয়ে জল্পনা-কল্পনা চলমান। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে লাল-সবুজ জার্সিতে দেখা যাবে কিনা? শুক্রবার বিপিএল চলাকালে এমন প্রশ্নের সম্মুখীন হন বিসিবি সভাপতি।

বিসিবি সভাপতি ফারুক আহমদ বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি যেহেতু দেশের বাহিরে হবে তাই আমার মনে হয় বিপিএল চলাকালীন নির্বাচকদের সঙ্গে বসে আমাদের এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া দরকার।’

বিসিবি বসের কথায় পরিষ্কার, সাকিবকে মেগা আসরে খেলাতে তারা আগ্রহী। এ ব্যাপারে চেষ্টার কোনো কমতি রাখতে চান না বিসিবির শীর্ষ কর্তা।

ফারুক আহমদ বলেন, ‘সাকিব ইস্যুতে যদি সরকারিভাবে কোনো নির্দেশনা আসে তাহলে সেটা ভিন্ন কথা। সাকিবের যে সমস্যাগুলো রয়েছে তা যদি সে ঠিক করতে পারে তাহলে সিদ্ধান্ত নেয়াটা আমাদের জন্য আরো সহজ হবে।’

এদিকে, টি-টোয়েন্টি থেকে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। যে কারণে ওয়ানডে ফরম্যাটের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়কত্বে কোনো পরিবর্তন আসছে কিনা? জানতে চাওয়া হয় বিসিবি সভাপতির কাছে।

বিসিবি সভাপতি ফারুক আহমদ বলেন, ‘আমরা আশা করেছিলাম নাজমুল চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত অধিনায়ক থাকবে, কিন্তু এর পরে বিষয়টি বোর্ডকে জানাবে। আপাতত এ মুহূর্তে বলতে পারি, সে ইনজুরি নিয়ে বাহিরে গেছে সে অধিনায়ক হিসেবে দলে ফিরবে। তাকে অধিনায়ক হিসেবে না নেবার কোনো কারণ দেখছি না।’

আগামী ২০ ফেব্রুয়ারি ভারতে বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু বাংলাদেশের।

এএম