দেশ ছাড়ার সংবাদকে ‘গুজব’ দাবি বিসিবি সভাপতির

বিসিবির সভাপতি বুলবুল আহমেদ
বিসিবির সভাপতি বুলবুল আহমেদ | ছবি: এখন টিভি
2

দেশ ছেড়েছেন বুলবুল, চলে গেছে অস্ট্রেলিয়ায়। গতকাল রাত থেকেই এমন নানা সংবাদ প্রকাশিত হলেও দেশেই আছেন বলে জানিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট। আজ (সোমবার, ২৬ জানুয়ারি) সকালে মিরপুরে বিসিবি কার্যালয়ে এসে অংশ নিয়েছেন নানা কার্যক্রমে।

রিটার্ন টিকিট না কেটেই দেশ ছাড়ছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। গতকাল (রোববার, ২৫ জানুয়ারি) বিকেল থেকেই এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে ক্রিকেটপাড়ায়। এমনকি বেশ কিছু গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদনও প্রকাশিত হয়। রোববার রাতে এ সংবাদকে মিথ্যা দাবি করে বুলবুল জানান, তিনি দেশেই আছেন।

বিসিবি সভাপতি জানিয়েছিলেন, বোর্ডে কাজের অনেক চাপ রয়েছে। জরুরি পারিবারিক কোনো কাজও নেই। ফলে আপাতত তার অস্ট্রেলিয়া যাওয়ার পরিকল্পনা নেই।

আরও পড়ুন:

বুলবুলের দাবির পরও মধ্যরাতে খবর বের হয় সবাইকে ফাঁকি দিয়ে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়াল দিয়েছেন বিসিবি সভাপতি। যদিও আজ সকালে দেখা গেল ভিন্ন চিত্র। তাকে পাওয়া গেল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। রেফারিং কোর্সের ক্লাস নিতে ব্যস্ত ছিলেন তিনি।

রেফারিং ক্লাস নেয়ার পর যথারীতি হোম অব ক্রিকেটের নিজ কার্যালয়ে যান বুলবুল। সেখানেই বোর্ডে নিজের দায়িত্ব পালন শুরু করেন তিনি। বিসিবি সভাপতি দেশে থাকলেও তাকে নিয়ে এমন মিথ্যা সংবাদ যেন নেতিবাচক সাংবাদিকতারই বহিঃপ্রকাশ।

জেআর