এদিন টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় চিটাগাং। শূন্য রানে সাজঘরে ফেরেন পারভেজ ইমন। তবে দুই বিদেশি ওসমান খান আর গ্রাহাম ক্লার্কের ১২০ রানের জুটিতে বড় সংগ্রহ পায় দলটি।
আসরে প্রথম সেঞ্চুরি তুলে নেন পাক ব্যাটার ওসমান খান। খেলেন ৬২ বলে ১২৩ রানের ঝোড়ো ইনিংস। ক্লার্কের ৪০ আর অধিনায়ক মিথুনে ২৮ রানের ক্যামিও ইনিংসে ভর করে ২১৯ রানের পাহাড়সম সংগ্রহ পায় চট্টগ্রামের কিংসরা।
জবাব দিতে নেমে সুবিধা করতে পারেনি দুর্বার রাজশাহী। আরাফাত সানি ও আলিস আল ইসলামের স্পিন ঘূর্ণিতে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। ফলে গুটিয়ে যায় মাত্র ১১৪ রানে। রাজশাহীর পক্ষে সর্বোচ্চ ৩২ রান সংগ্রহ করেন পাক ব্যাটার মোহাম্মদ হারিস। তিনটি করে উইকেট নেন সানি ও আলিস।