চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে বরিশালের কাছে হারলেও শেষ ম্যাচে দারুণ এক জয় নিশ্চিত করেছে রাজশাহী। তাতে পয়েন্ট টেবিলে রংপুর এবং খুলনার পরই তিনে অবস্থান দলটির। বেশ ফুরফুরে মেজাজে আছে তাসকিন, আনামুল হক বিজয়রা।
অন্যদিকে এক ম্যাচ মাঠে নামলেও পয়েন্ট নিশ্চিত করতে না পারায় টেবিলের তলানিতে আছে চট্টগ্রাম কিংস। তাই নিজেদের প্রথম জয় পেতে বেশ সজাগ চট্টগ্রাম। দিনের অন্য ম্যাচে সন্ধ্যায় ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হবে খুলনা টাইগার্স। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাতটায়।
দুই দলের শক্তি সামর্থ্য সমানে সমানে হলেও ঢাকার চেয়ে পয়েন্টে দিক দিয়ে এগিয়ে খুলনা। ছুটির দিনের এই ম্যাচে জয় দুদলের জন্য সমান গুরুত্বপূর্ণ।