ক্রিকেট
এখন মাঠে
0

৭ উইকেট নিয়ে বিপিএলে ইতিহাস গড়লেন তাসকিন

ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ১৯ রান দিয়ে ৭ উইকেট নিয়ে বিপিএলে ইতিহাস গড়েছেন তাসকিন আহমেদ। এই ফরম্যাটে উইকেট শিকারির শীর্ষ তালিকায় দেশের হয়ে প্রথম নাম লিখিয়েছেন এই পেসার। নিজ দল রাজশাহীকে জেতানোর সঙ্গে হয়েছেন ম্যাচ সেরাও এই টাইগার পেসার।

এতদিন বিপিএলের সেরা বোলিং ফিগারের মালিক ছিলেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। ২০২০ সালে রাজশাহী রয়্যালসের বিপক্ষে ৪ ওভারে ১৭ রানে ৬ উইকেট নিয়েছিলেন খুলনা টাইগার্সের আমির।

টি-টোয়েন্টি ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে ইনিংসে ৭ উইকেট নিলেন তাসকিন। তার আগে ইনিংসে ৭ উইকেট করে নিয়েছেন মালয়েশিয়ার পেসার সিয়াজরুল ইদরুস এবং নেদারল্যাসের অফ-স্পিনার কলিন অ্যাকারম্যান।

টি-টোয়েন্টিতে ইনিংসে প্রথম বোলার হিসেবে ৭ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছিলেন অ্যাকারম্যান। পরবর্তীতে অ্যাকারম্যানের রেকর্ড ভাঙেন ইদরুস।

ইদরুস ও অ্যাকারম্যানের রেকর্ডের পাশে নাম লেখানোর পথে ঢাকা ক্যাপিটলাসের বিপক্ষে প্রথম ৩ ওভারে ১৭ রানে ৪ উইকেট নেন তাসকিন। ইনিংসের শেষ ওভারে বল করতে এসে মাত্র ২ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন তাসকিন। ১৭৩ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে দ্বিতীয়বারের মত ইনিংসে ৫ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন তিনি। আগেরটি ২০১৬ সালের বিপিএলে রাজশাহী কিংসের বিপক্ষে ৪ ওভারে ৩১ রানে ৫ উইকেট নিয়েছিলেন চট্টগ্রাম ভাইকিংসের হয়ে মাঠে নামা তাসকিন।

বিপিএলের ইতিহাসে রেকর্ড গড়ে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় দ্বিতীয়স্থানে উঠলেন তাসকিন। ৮০ ম্যাচে ২০.৩৬ গড়ে ১১২ উইকেট আছে তার।

এএম