ক্রিকেট
এখন মাঠে
0

বিপিএলে আজ বড় দুই ম্যাচ, উত্তাপ ছড়াবে মিরপুর

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বিগ ম্যাচ আছে আজ (বৃহস্পতিবার, ২ জানুয়ারি)। সন্ধ্যায় মুখোমুখি হবে গেলবারের চ্যাম্পিয়ন এবং রানার্সআপ বরিশাল-রংপুর। আর দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী।

চাপ থেকে যদি ভালো কিছু হয় তাহলে চাপই ভালো। খাদের কিনারা থেকে ম্যাচ জিতে তারকা বহুল ফরচুন বরিশাল জানান দিয়েছে নিজেদের শক্তিমত্তার। অন্যদিকে টানা দুই জয় তুলে নিয়ে টেবিল টপার রংপুর রাইডার্সের চোখ হ্যাটট্রিক জয়ে। একই সঙ্গে রংপুরের জন্য এটা গত বিপিএলের ফাইনাল হারের দুঃখ ভোলার ম্যাচও। টুর্নামেন্টের অলিখিত বিগ ম্যাচের আবহে উত্তাপ ছড়াবে মিরপুর।

বিপিএলের একাদশতম আসরে প্রত্যাশিত শুরু পায়নি ঢাকা ক্যাপিটালস। বল হাতে খরুচে ছিলেন মুস্তাফিজুর আর ব্যাট হাতে এভারেজ লিটন-তানজিদ তামিমরা। অন্যদিকে আনামুল বিজয়-ইয়াছীর রাব্বীর ব্যাটিংয়ে রান পাহাড় গড়লেও বোলিং ব্যর্থতায় প্রথম ম্যাচেই হারের স্বাদ পেয়েছে রাজশাহী। ঢাকা-রাজশাহী দু'দলের ম্যাচটা হতে পারে টার্নিং পয়েন্ট।

দুর্বার রাজশাহীর ক্রিকেটার হাসান মুরাদ বলেন, 'উইকেট যেহেতু ভালো, সেজন্য চ্যালেঞ্জ থাকবেই। জ এ টিম সবাই জেতার জন্যই যায়, আমরাও জেতার জন্যই যাবো।'

দুর্বার রাজশাহীর ক্রিকেটার নাজমুল ইসলাম অপু বলেন, 'সবার যার যার বেস্ট দেয়ার চেষ্টা করে, কিন্তু অনেকসময় হয় না বা হয়। আমি বলবো যে দুই দলই কই, ইনশাআল্লাহ আমরা আশাবাদী কারণ আমাদের বোলিং অ্যাটাকটা ভালো। টি-টোয়েন্টিতে বোলিংটা জরুরি।'

শক্তির দিক থেকে দুই ম্যাচেই পরস্পরের প্রতিপক্ষ সমানে সমান। সে কারণেই একদিন বিরতির পর মাঠের লড়াইয়ের সাথে এবার পয়েন্টস টেবিলটাও জমে ওঠার প্রত্যাশা।

এসএস