কালেন্ডারের পাতায় এসেছে নতুন বছর। গেলো বছরের পরিবর্তনের ঢেউ লেগেছে দেশের ক্রিকেটেও। বোর্ড থেকে শুরু করে বদলে গেছে কোচ। বছর জুড়েই ব্যস্ততায় ঠাসা ক্রিকেটের সূচি।