বিপিএলে দ্বিতীয় দিনের প্রথম ম্যাচ মাহিদুল অঙ্কন ও শামীমের ঝড়ো ফিফটির সাথে ছিল নাটকে ভরা। ম্যাচের ৭ম ওভারে টাইমড আউট করেও ব্যাটারকে ফিরিয়ে আনা কিংবা ওশান থমাসের ১ বলে ১৫, দর্শকদের জন্য ছিল পয়সা উসুল বিনোদন।
টস হেরে ব্যাটিংয়ে নেমে নাঈম শেখের ব্যাটে চড়ে ভালো শুরু পায় খুলনা। উদ্বোধনী জুটি থেকে রান আসে ৩৭। তবে নাঈম শেখ ২৬ করে বিদায় নিলেও তার সঙ্গী উইলিয়াম বোসিস্তো ঠিকঠাক এগোচ্ছিলেন
মাঝের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, ইবরাহিম জাদরান ও আফিফ হোসেন ধ্রুব আলো ছড়াতে না পারলে ১১৭ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় খুলনা।
এরপর ৬ নম্বরে নেমে ঝড়ো ব্যাটিং শুরু করেন মাহিদুল ইসলাম অঙ্কন। বোসিস্তোর সাথে মিলে চিটাগংয়ের বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করেন অঙ্কন। শেষ পর্যন্ত তিনি অপরাজিত ছিলেন ২২ বলে ৫৯ রানের টর্নেডো গতির ইনিংস খেলে। ৫০ বলে ৭৫ রান করে অপরাজিত ছিলেন বোসিস্তো। দুজনের ৮৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৪ উইকেট হারিয়ে ২০৩ রান তুলে থেমেছে খুলনা।
লক্ষ্য তাড়া করতে নেমে নাঈম ইসলাম, পারভেজ ইমন, অধিনায়ক মিঠুন, পাক তারকা ওসমান খান, হায়দার আলী কেউই দাঁড়াতে পারেননি।
আগ্রাসী ব্যাটিংয়ে খুলনার বোলারদের পিটিয়ে ছাতু বানিয়েছেন শামীম। একের পর এক বাউন্ডারি ওভার বাউন্ডারিতে করেছেন ৩৮ বলে ৭৮। বাকিদের মধ্যে কেউ তাকে সেভাবে সঙ্গ দিতে না পারায় ম্যাচটা জেতাতে পারেননি দলকে। ১৬৬ রানের মাথায় থেমেছে চিটাগং।
এদিকে, বিপিএলের আগের তিন ম্যাচের তুলনায় রানটা বড় হয়নি রংপুর রাইডার্সের। টস জিতে ব্যাট করতে নেমে ২৮ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে রংপুর। শুরুতে ফিরে যান অ্যালেক্স হেলস, স্টিফেন টেইলর ও সাইফ হাসান। সেখান থেকে ৪১ রানের জুটি দেন দলটির দুই পাকিস্তানি স্পিন অলরাউন্ডার ইফতিখার আহমেদ ও খুশদীল শাহ।
শেষদিকে নুরুল হাসান সোহানের ৪১ ও শেখ মাহেদীর ১৬ রানের ক্যামিওতে দেড়শ পেরোয় রাইডার্সের সংগ্রহ।
জবাবে শুরু থেকেই উইকেট হারাতে থাকা স্ট্রাইকার্স জয়ের স্বপ্ন দেখে ওপেনার রনি তালুকদারের ব্যাটে। তবে দলীয় ৯১ রানে চতুর্থ ব্যাটার হিসেবে বিদায় নেয়ার পরই হুড়মুড়িয়ে ভেঙ্গে পরে সিলেটের ব্যাটিং লাইনআপ। শেষমেশ ৯ উইকেটে ১২১ রানে আটকে গেছে চায়ের দেশের দলটি
এই জয়ে টানা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রাইডার্স।