বিপিএলে না থেকেও আছেন সাকিব আল হাসান। চিটাগাং কিংসের হয়ে খেলার কথা ছিল দেশের ক্রিকেটের পোস্টার বয়ের। নানা জটিলতায় খেলা হচ্ছে না। তবে ক্রিকেটবিশ্বকে তার মনে করিয়ে দেয়া টাইমড আউট আরেকবার ঘুরেফিরে এল মিরপুরে। তাও সাকিবের দল চিটাগাং কিংসই এবার এই নিয়মের শিকার।
ঘটনা ইনিংসের ৭ম ওভারের। খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদি মিরাজের বলে হায়দার আলীর আউটের পর মাঠে নামতে অনেকটাই সময় নেন অজি ক্রিকেটার টম ও' কনেল। ফলে নিয়মানুযায়ী ফিল্ড আম্পায়ারের কাছে টাইমড আউটের আবেদন করেন মেহেদি মিরাজ। আম্পায়ারও তার ডাকে সাড়া দেন। হতাশ মনে সাজঘরের পথে হাঁটা ধরেছিলেন ও'কনেল। তবে সিদ্ধান্ত পাল্টে আবারও তাকে মাঠে ফেরান মেহেদি মিরাজ।
এ ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সমর্থকদের মধ্যে। মেহেদি মিরাজ কি স্পিরিট অব ক্রিকেট দেখালেন নাকি স্রেফ নাটকবাজি করেছেন, তা নিয়ে সংশয় জাগে দর্শকদের মধ্যে।
একই ম্যাচে ঘটেছে আরো একটি বিরল ঘটনা। মাত্র ১ বলে ১৫ রান দেন উইন্ডিজ বোলার ওশানে থমাস। স্বীকৃত টি-টোয়েন্টিতে এক বলে এত রান দেয়ার রেকর্ড নেই আর কারো।
চিটাগাং কিংসের ওপেনার নাইম ইসলামের বিপক্ষে করা ইনিংসের ১ম বলেই উইকেট নিয়েছিলেন থমাস। তবে সেটি ছিল নো বল। ফ্রি হিটের পরের বল ছিল ডট । এরপর আবারও নো বল, আর সেটিকে বাউন্ডারির বাইরে উড়িয়ে মারেন নাঈম। এরপর টানা দুই ওয়াইড। এরপর আবার নো বলে ৪ হাঁকান নাইম। ততক্ষণে হয়ে যায় ১৫ রান। এরপর দুই ডট বলের পর নো বলে ১ রান। চতুর্থ বৈধ ডেলিভারিতে হয় ২ রান। সবমিলিয়ে প্রথম ওভারে ১৮ রান হজম করতে হয় ওশানে থমাসকে।
এর আগে ১ বলে সর্বোচ্চ রান দেয়ার দু:সহ রেকর্ডটি ছিল জিম্বাবুয়ের স্পিনার সিকান্দার রাজার। চলতি বছর ভারতীয় ব্যাটার জয়স্বালের বিপক্ষে ১ বলে ১৩ রান দিয়েছিলেন তিনি। সেবার ৭ রান এসেছিল নো বল থেকে সাথে ছিল ১টি ছক্কাও। সিকান্দার রাজার দু:খ ভুলিয়ে দিলেন ওশানে থমাস।