ক্রিকেট
এখন মাঠে
0

ভারত ও অস্ট্রেলিয়া ম্যাচে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড

টেস্টে দর্শক উপস্থিতির নতুন এক রেকর্ড হলো ভারত ও অস্ট্রেলিয়ার ম্যাচে। চলমান বক্সিং ডে টেস্টের পাঁচ দিনের মধ্যে এমসিজির গেট দিয়ে খেলা দেখতে প্রবেশ করেছে ৩ লাখ ৭৩ হাজার ৬৯১ জন দর্শক। যা অস্ট্রেলিয়ায় কোনো টেস্টে সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড।

এর আগে ১৯৩৭ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের টেস্টে ৩ লাখ ৫০ হাজার ৫৩৪ জন দর্শক উপস্থিতির রেকর্ড করা হয়। এবার সেই রেকর্ডকে টপকে গেলো বক্সিং ডে টেস্ট।

ম্যাচের শেষ দিনে বিরল এক ঘটনার সাক্ষীও হয় দর্শকরা। সাধারণ মানুষের পার্কিংয়ের জন্য ইয়ারা পার্ক খুলে দেওয়া হয় এর আগে এমন ঘটনা কখনই ঘটেনি।

তবে একটি মাত্র গেট খোলা রাখায় খেলার শুরুতে প্রচুর দর্শকের চাপ ছিল। যে কারণে অনেক দর্শকই সময়মতো মাঠে ঢুকতে পারেনি।

এএইচ