স্টেডিয়ামের গ্রাফিতিতে উজ্জ্বল জুলাই অভ্যুত্থান, মিরপুর স্টেডিয়ামের একাডেমি মাঠ মুখরিত ক্রিকেটারদের ব্যস্ত অনুশীলনে.এবার বিপিএলের মূল টুর্নামেন্টে আলো ছড়ানোর অপেক্ষা।
উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশালের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী। কাগজে-কলমে শক্তির বিচার করলে টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দলের সাথে দুর্বল দলের খেলা। অবশ্য এনসিএলের দুই সেঞ্চুরিয়ানই আছেন রাজশাহীর স্কোয়াডে। সবমিলিয়ে ওপেনিং ম্যাচে ভালো শুরুর প্রত্যাশা দু'দলেরই।
ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবার বলেন, 'এ বছর আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বলে অবশ্যই চেষ্টা থাকবে টাইটেল ধরে রাখার। আর এককভাবে আমি আমার সেরাটা দেয়ার চেষ্টা করবো। যেকোনো ব্যাটসম্যানের মতোই চাইবো যেন একটা ভালো স্টার্ট করতে পারি। আমার ক্যারিয়ারের এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আমার কাছে মনে হয় যে, আমাদের টিমের দিকে দেখলেও টিম ফার্স্ট এখন এই মুহূর্তে।'
দুর্বার রাজশাহীর কোচ ইজাজ আহমেদ বলেন, 'তরুণ ও অভিজ্ঞদের মিশ্রণে রাজশাহী দারুণ দল। বাংলাদেশে আমি নতুন নই। এখানে আমার দারুণ ইনিংস আছে। তাবে বিপিএলে এটাই প্রথম। আমি আমার ক্রিকেটিং ও কোচ দুই অভিজ্ঞতাই এখানে কাজে লাগাতে চাই।'
দিনের দ্বিতীয় খেলায় ঢাকা ক্যাপিটালস মাঠে নামবে রাইডার্সের বিপক্ষে। টিম কম্বিনেশন এবং সামর্থ্য কাছাকাছি হওয়ায় দারুণ ম্যাচের প্রত্যাশা। দুই দলের অধিনায়কই চান উইনিং টোন সেট করতে।
রংপুর রাইডার্সের ক্যাপ্টেন নুরুল হাসান সোহান বলেন, 'প্রথম ম্যাচটাই ইমপর্ট্যান্ট। মোমেন্টামটা আমাদের দিকে আনার জন্য। সো প্রসেসটা ফলো করার চেষ্টা করবো। এবং প্রথম ম্যাচ যেহেতু শুরু হচ্ছে এটাই আমাদের টুর্নামেন্টের জন্য টোন সেট করে দিবে।'
আগামীকাল চারটি দলের খেলা থাকলেও প্রায় সবগুলো দলই বিপিএলকে সামনে রেখে নিজেদের অনুশীলন সেরেছে। নানা আয়োজন আর অনুষ্ঠানে চমক দেখিয়েছে বিসিবি। এবার মাঠের খেলায় চমক দেখিয়ে বিপিএল জমিয়ে তোলার পালা ক্রিকেটারদের।
এদিকে বিপিএলের চলতি আসর মাঠে গড়ানোর আগে সূচি পরিবর্তন করেছে বিসিবি। উদ্বোধনী ম্যাচের খেলা ঠিক সময়ে শুরু হলেও বছরের শেষ দিনের দু'টি ম্যাচের সময় পরিবর্তন করা হয়েছে।
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় দিনের প্রথম ম্যাচ খুলনা টাইগার্স এবং চট্টগ্রাম কিংসের খেলা দুপুর দেড়টার পরিবর্তে শুরু হবে দুপুর ১২টায়। ঠিক একইভাবে সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হওয়ার কথা থাকলেও এগিয়ে বিকেল পাঁচটায় শুরু হবে রংপুর রাইডার্স এবং সিলেট স্ট্রাইকার্সের খেলা।
রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বছরের শেষ দিনে রাজধানীতে যান চলাচলের ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের নির্দেশনা মেনে বিপিএলের সূচিতে পরিবর্তন আনা হয়েছে।