ক্রিকেট
এখন মাঠে
0

টেস্টে আফগানদের হয়ে রহমত শাহ’র নতুন রেকর্ড

টেস্টে আফগানদের হয়ে রেকর্ড গড়লেন অলরাউন্ডার রহমত শাহ। দলটির হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ২৩৪ রান করেন এই ক্রিকেটার। তার আগে, আফগানদের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন হাশমতউল্লাহ শহিদী। এবার তাকে ছাড়িয়ে গেলেন রহমত।

দশম টেস্ট খেলা এই ক্রিকেটার তার ইনিংসটি খেলতে বল খরচ করেছেন ৪৩৪টি। এটি তার ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। যদিও ইনিংসে চারবার জীবন পেয়েছেন এই ক্রিকেটার।

তাছাড়া, ম্যাচটিতে শহিদীকে নিয়ে আরও একটি রেকর্ড গড়েছেন রহমত। তা হলো দ্বিতীয় দিনে সারাদিন ব্যাট করেছেন দুই ব্যাটার। যা, ১৪৭ বছরের টেস্ট ইতিহাসে ২৬তম বার ঘটেছে।

এএইচ