ক্রিকেট
এখন মাঠে
0

বিপিএলের উইকেট ও সম্প্রচার মান বাড়ানোর পরামর্শ তামিম ইকবালের

বিপিএলে কনসার্ট ছাড়া আর কোথাও পরিবর্তন আসেনি। এমনটাই মনে করেন অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল। ইতিবাচক পরিবর্তনে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ তার। উইকেট আর সম্প্রচারের মান বাড়ানোরও পরামর্শ দিয়েছেন এ ক্রিকেটার।

নতুন বিপিএল, ১১তম সংস্করণের আগে কথাটা ঘুরেফিরে অনেকবারই শোনা গেছে বিসিবি কর্মকর্তাদের মুখে। আসরকে ব্যতিক্রমী আর প্রাণবন্ত করতে মাঠের বাইরে নানাবিধ আয়োজন দেখা গেছে।

বিপিএলের মাসকট ও নতুন করে করা হয়েছে থিম সং। বিসিবির সবচেয়ে বড় আয়োজন ছিল তিন ভেন্যুতেই কনসার্টের আয়োজন। তবে মাঠের বাইরের এসব আয়োজন আসরকে জমিয়ে তুলতে পারবে? অভিজ্ঞ তামিম ইকবালের চোখে অবশ্য মোটাদাগে পরিবর্তন চোখে পড়েনি।

বিপিএলে প্রতিবারই উইকেট নিয়ে প্রশ্ন থাকে। সম্প্রচারের মান নিয়েও সমালোচনা হয় প্রতিনিয়ত। এসব সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছেন তামিম ইকবাল।

তামিম ইকবাল বলেন, ‘ক্রিকেট কেমন হবে এটা আসলে নির্ভর করে খেলোয়াড়রা কেমন খেলছেন তার ওপর। এখানে অর্গানাইজারদের কোনো নিয়ন্ত্রণ থাকে না। তার কাছে থাকে শুধু ভালো ফ্যাসিলিটি, উইকেট, ধারাভাষ্যকারসহ ক্যামেরা দেয়া ক্ষমতা। এটাই হলো যারা দায়িত্বে বসে আছেন তাদের কাজ।’

এদিকে বেশ কিছুদিন ধরে একাডেমি মাঠে ক্রিকেটারদের অনুশীলনস্থল ঢাকা কালো কাপড়ে। বিষয়টিকে কীভাবে দেখছেন তামিম।

তামিম ইকবাল বলেন, ‘আমাদের বরিশাল থেকে কোনো অবজেকশন দেয়া হয়নি। তবে আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করলে, বলব আমি এই সেটআপ নিয়ে খুশি আছি।’

বিপিএলের উদ্বোধনী ম্যাচেই তামিমের বরিশাল মাঠে নামবে নবাগত দুরন্ত রাজশাহীর বিপক্ষে।

এএম