মাঠে গড়াচ্ছে কাল বিপিএলের এগারতম আসর, টিকিট নিয়ে হযবরল

0

আগামীকাল মাঠে গড়াবে বিপিএলের এগারতম আসর। তবে ম্যাচ টিকিট নিয়ে ক্রিকেট বোর্ডের দায়িত্বহীনতায় মিরপুরে তৈরি হয় জটিলতা। স্টেডিয়াম গেইটে রীতিমতো আন্দোলনে নামে টিকিট প্রত্যাশীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তড়িঘড়ি করে টিকিট বিক্রির ঘোষণা দেয় বিসিবি।

পাঁচ তারকা হোটেলে মাসকট উন্মোচন, কয়েক কোটি টাকা খরচে তিন ভেন্যুতে কনসার্ট আয়োজন! বিপিএলের নতুন আসরকে জাঁকজমকপূর্ণ করতে মাঠের বাহিরে ক্লান্তিহীন পরিশ্রম করেছে দেশের ক্রিকেট বোর্ড। কিন্তু মাঠের খেলা? অবাক করার মতো হলেও সত্যি, টুর্নামেন্ট শুরুর ২৪ ঘণ্টা আগেও দর্শকরা জানতো না টিকিট কাটার ঠিকানা।

সময় যত গড়িয়েছে টিকিট নিয়ে দর্শকদের মাঝে বেড়েছে ক্ষোভ। স্টেডিয়ামের দুই নম্বর গেইটে জড়ো হতে শুরু করে টিকিট প্রত্যাশীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনী।

উপায় না পেয়ে বেলা ১২টায় জানানো হয় অনলাইনে ছাড়া হয়েছে ম্যাচ টিকিট, আর অফলাইনে পাওয়া যাবে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। মধুমতী ব্যাংকের ৭ শাখায় মিলবে বিপিএলের টিকিট।

তবে বিসিবির এমন ঘোষণার পরও দ্বিধায় পড়েছেন দর্শকরা। শেষ সময়ের ঘোষণায় কাটেনি টিকিট নিয়ে ধোঁয়াশা।

বিপিএলের ইতিহাস বলছে, টুর্নামেন্ট শুরুর অন্তত ৩ দিন আগে জানা যেত টিকিটের মূল্য, কিংবা টিকিট কাটার পদ্ধতি। সেখানে এবারের আসরে দেখা গেছে ভিন্নতা। আগামীকাল মাঠে গড়াবে ম্যাচ, অথচ টিকিট ইস্যুতে বিসিবি'র এমন উদাসীনতা প্রশ্ন উঠছে বিপিএলের ব্যবস্থাপনা নিয়ে।

ইএ

BREAKING
NEWS
2