মাঠে গড়াচ্ছে কাল বিপিএলের এগারতম আসর, টিকিট নিয়ে হযবরল
আগামীকাল মাঠে গড়াবে বিপিএলের এগারতম আসর। তবে ম্যাচ টিকিট নিয়ে ক্রিকেট বোর্ডের দায়িত্বহীনতায় মিরপুরে তৈরি হয় জটিলতা। স্টেডিয়াম গেইটে রীতিমতো আন্দোলনে নামে টিকিট প্রত্যাশীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তড়িঘড়ি করে টিকিট বিক্রির ঘোষণা দেয় বিসিবি।