আজ (শনিবার, ২৮ ডিসেম্বর) ইস্ট জোনের বিপক্ষে খেলতে নেমে ২১৮ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন নারী জাতীয় দলের অধিনায়ক জ্যোতি।
এর আগে ওপেনার দিলারা দিলার ১০২ রান আর তিথি সুপ্তার জোড়া ফিফটিতে ভর করে প্রথম ইনিংসে ৩৫৪ রান তুলেছিল ইস্ট জোন।
জবাবে সেন্ট্রাল জোনের হয়ে ১৭০ রানের ইনিংস খেলেন ওপেনার মুর্শিদা খাতুন। তারই পথ ধরে নিগারও তুলে নেন দ্বিতীয় সেঞ্চুরি।
ফলে ৫২৮ রানের সংগ্রহ পায় সেন্ট্রাল জোন। এর আগে মেয়েদের জাতীয় লিগে দেশের হয়ে প্রথম সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাস গড়েন নিগার সুলতানা জ্যোতি।