ক্রিকেট
এখন মাঠে
0

শিরোপা ধরে রাখার লক্ষ্যে আসর শুরু করতে চায় ফরচুন বরিশাল

আসন্ন বিপিএল সামনে রেখে প্রথমবার অনুশীলনে নেমেছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই আসর শুরু করতে চায় ফ্র্যাঞ্চাইজিটি।

বছর শেষের আগে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএলের নতুন আসর। শেষমূহুর্তে এসে প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল প্রথম দিনের অনুশীলন সারলো অনেকটা ম্যাচের আদলে। নিজ দলের ক্রিকেটাররা ভাগ হয়ে খেললেন প্রস্তুতি ম্যাচ।

আগের আসরের মত এবারও হাইভোল্টেজ দল গড়েছে বরিশাল। তামিম-মুশফিক-রিয়াদ-শান্তদের পাশাপাশি আছেন জাতীয় দলের একঝাঁক তারকা ক্রিকেটার। দলটির বিদেশি রিক্রুটও প্রতিপক্ষের জন্য আতঙ্কের কারণ হতে পারে। সবমিলিয়ে শিরোপা ধরে রাখার মিশনেই নামছে ফরচুন বরিশাল।

ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান বলেন, ‘আসলে আমরা চেষ্টা করেছি ভালো দল গড়ার। এইটা জাতীয় দলের হোক আর বাহিরের আমরা চেষ্টা করেছি কীভাবে একটা ভালো দল করা যায়।’

দুপুরে জুমার নামাজ শেষে দলের অনুশীলনে একমাত্র বিদেশি হিসেবে যোগ দেন আফগান তারকা মোহাম্মদ নবী। অ্যাকাডেমি নেটে একাই করে গেলেন ব্যাটিং অনুশীলন। খেলোয়াড়দের প্রস্তুতি দেখে সন্তুষ্ট টিম ম্যানেজমেন্ট।

আসরের উদ্বোধনী ম্যাচে দুর্বার রাজশাহীর মুখোমুখি হবে ফরচুন বরিশাল।

ইএ