উত্তরা-আগারগাঁও পথে মেট্রো চলছে; মতিঝিল পর্যন্ত চালুর বিষয়ে যা জানা গেল

মেট্রোরেল
মেট্রোরেল | ছবি: সংগৃহীত
0

প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর উত্তরা-আগারগাঁও-উত্তরা সেকশনে মেট্রোরেলের চলাচল শুরু হয়েছে। তবে বন্ধ রয়েছে আগারগাঁও-মতিঝিল-আগারগাঁও অংশের চলাচল। আজ (রোববার, ২৬ অক্টোবর) বিকেলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, আজ বিকেল ৩টা থেকে উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল সেবা চালু করা হয়েছে। আগারগাঁও হতে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা দ্রুত চালু করার কার্যক্রম চলমান রয়েছে।

এর আগে, রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

তেজগাঁও থাকার ওসি মোবারক হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানিয়েছেন, নিহত আবুল কালামের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায়।

পুলিশ জানিয়েছে, ফার্মগেট এলাকার কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ বা কেআইবির সামনের ফুটপাত দিয়ে যাচ্ছিলেন কালাম নামের ওই পথচারী। এসময় মেট্রো রেলের ৪৩৩নং পিলারের বিয়ারিং প্যাড খুলে তার মাথার ওপর পড়লে ঘটনাস্থলেই মারা যান ওই পথচারী।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের ব্যাগে থাকা পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র দেখে তার পরিচয় শনাক্ত করে।

বিয়ারিং প্যাড খুলে পড়ার পর দুপুর থেকেই ঢাকায় মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়।

এনএইচ