সিরিজের প্রথম তিন টেস্টেই ব্যর্থ ন্যাথান ম্যাকসুয়েনি। ফলে সিরিজের শেষ দুই টেস্ট থেকে বাদ পড়েছেন তিনি। ৬ ইনিংসে করেছেন ৭২ রান।
বিকল্প ওপেনার হিসেবে দলে টিকে গেছেন জশ ইংলিশ। কনস্টাসের অভিষেকেরও জোর সম্ভাবনা রয়েছে। চলতি বছরই তিনি খেলেছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ।
শেফিল্ড শিল্ডে দুই ইনিংসেই সেঞ্চুরি করে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে রিকি পন্টিংয়ের পর নাম লিখিয়েছেন তালিকায়। ভারতের বিপক্ষে প্রাইম মিনিস্টার একাদশের হয়েও সেঞ্চুরি করেছেন তরুণ এই ব্যাটার।